ইনিংসের প্রথম ওভারটা করেই মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। মাঝপথে ড্রেসিং রুমে ফিরে যান আভিশেক শার্মাও। তখন থেকে তাদের ফিটনেস নিয়ে উঁকি দিতে শুরু করে নানা জল্পনা-কল্পনা। ম্যাচে শেষে দুই ক্রিকেটারের অবস্থা পরিষ্কার করেন ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার রুদ্ধশ্বাস ম্যাচের পর ভারতের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন মর্কেল। তখন আভিশেক ও পান্ডিয়ার ফিটনেস নিয়ে জানতে চাওয়া হয় তার কাছে। ভারতের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে নিয়ে সবার সব সংশয় দূর করেন দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার। “হার্দিকের ক্র্যাম্প হয়েছে, আজ (শুক্রবার) রাতে ও আগামীকাল সকালে তার অবস্থা মূল্যায়ন করা হবে। এরপর আমরা তাকে নিয়ে সিদ্ধান্ত নেব। আর আভিশেক ঠিক আছে।” পাকিস্তানের বিপক্ষে ফাইনালে আভিশেককে পাওয়ার বিষয়টি একরকম নিশ্চিত করেছেন মর্কেল। তবে অলরাউন্ডার পান্ডিয়াকে নিয়ে কিছুটা শঙ্কা রয়েই গেছে।...