টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বের শেষ ধাপে শন উইলিয়ামসকে পাচ্ছে না জিম্বাবুয়ে। ব্যক্তিগত কারণে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ৩৯ বছর বয়সী উইলিয়ামসের বদলি হিসেবে কিপার-ব্যাটসম্যান ক্লাইভ মাডান্ডেকে দলে যোগ করেছে জিম্বাবুয়ে। দেশের হয়ে ৮৫ টি-টোয়েন্টি খেলা উইলিয়ামসকে না পাওয়া জিম্বাবুয়ের জন্য বড় ধাক্কা। এই সংস্করণে ১২৮.২৮ স্ট্রাইক রেটে ১ হাজার ৮০৫ রান করেছেন তিনি। নামের পাশে ফিফটি ১২টি। বাঁহাতি স্পিনেও বেশ কার্যকর সবশেষ চলতি মাসেই নামিবিয়ার বিপক্ষে সিরিজে খেলা উইলিয়ামস। ৭৭ ইনিংসে ৪৯ উইকেট নিয়েছেন ওভারপ্রতি প্রায় সাত করে রান দিয়ে। তার জায়গায় ডাক পাওয়া মাডান্ডে এই সংস্করণে সবশেষ মাঠে নামেন গত জুলাইয়ে, নিউ জিল্যান্ডের বিপক্ষে। এখন পর্যন্ত ৩৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে মাডান্ডের রান ৪৬৩, স্ট্রাইক রেট ১১০.৫০। জিম্বাবুয়েতে শুক্রবার শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা...