ভারত-শ্রীলঙ্কা ম্যাচের সুপার ওভারের চতুর্থ বলে দাসুন শানাকা রানআউট হয়েও বেঁচে যান। ক্রিকেটের নিয়মই তাকে বাঁচিয়ে দেয়, যা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে বিষয়টি ব্যাখ্যা করে বোঝান আম্পায়ারেরা। যেখানে ছিলেন বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। এবার সুপার ওভারের এই নাটক নিয়ে মুখ খুললেন শ্রীলঙ্কার হেড কোচ সনাথ জয়সুরিয়া। তার মতে, ক্রিকেটের নিয়মগুলো আরও স্বচ্ছ এবং সরল হওয়া প্রয়োজন। না হলে বিভ্রান্তি থাকবেই। অযথা বিতর্ক তৈরি হবে। শানাকা কেন আউট নন, তা প্রথমে বুঝতে পারেননি সূর্যকুমারেরা। তার জন্য ভারতীয় দলকে অবশ্য দোষ দেননি জয়সুরিয়া। বিভ্রান্তির জন্য তিনি নিয়মের জটিলতাকেই দায়ী করেছেন। শ্রীলঙ্কার কোচ বলেন, ‘নিয়ম অনুযায়ীই পুরো ব্যাপারটা হয়েছে। শানাকার বিরুদ্ধে প্রথমে ক্যাচ আউটের আবেদন করা হয়েছিল। সেটাই বিবেচ্য হবে। তাই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। দ্বিতীয় আউটের আবেদনের...