‘শিরোনামহীন’ ব্যান্ডের গায়ক জিয়াউর রহমান জিয়ার কাছে নব্বইয়ের দশকের ফিতাওয়ালা ক্যাসেট এক সোনালী অধ্যায়। যুগের পরিবর্তন আর প্রযুক্তির কল্যাণে বিদায় হওয়া ওই সময়টি জিয়া মনে অনেকটা জায়গা দখল করে আছে বলে ভাষ্য এই গায়কের। নব্বই দশকের শিল্পীদের গান ও গল্প নিয়ে অনুষ্ঠান ‘নাইনটিজ মিউজিক স্টোরির’ তৃতীয় পর্বে হাজির হয়ে এসব কথা বলেছেন জিয়া। বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, শনিবার রাত ১২টায় প্রচার হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে ১৯৯৬ সালে বুয়েট ক্যাম্পাসে জন্ম নেয়া ‘শিরোনামহীন’ ব্যান্ডের পথচলা শুরুর সেই নস্টালজিক সময়ের গল্প বলবেন জিয়া। এছাড়াও ব্যান্ডের নামকরণ, লাইনআপ, লিরিক, কম্পোজিশন, রেকর্ডিং, কনসার্ট নিয়ে স্মৃতিচারণ ও অভিজ্ঞতার নানা ঘটনার কথা তুলে ধরার কথা রয়েছেন তার। জিয়া বলেন, "নাইনটিজ আমাদের কাছে বরাবরই নস্টালজিক একটা অধ্যায়। সেই ফিতাওয়ালা ক্যাসেটের দিনগুলো ছিল আমাদের সোনালী ইতিহাস। এ অনুষ্ঠানে সেই...