ঢাকা: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় নিরাপত্তা বাহিনীর একটি অভিযানে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা সবাই নিষিদ্ধ তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান কারাক জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা শেহবাজ এলাহী।অভিযানে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।এর আগেও, গত বুধবার খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে টিটিপির অন্তত ১৩ সন্ত্রাসী নিহত হয়েছিল। উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়ার আফগানিস্তানের সীমান্তবর্তী একটি অঞ্চল এবং টিটিপির ঘাঁটি হিসেবে পরিচিত।২০২১ সালের আগস্টে মার্কিন ও ন্যাটো সেনারা আফগানিস্তান থেকে সরে যাওয়ার কাবুল দখল করে কট্টর ইসলাপন্থি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তালেবান। এ গোষ্ঠীটির ক্ষমতা গ্রহণের পর ওই বছর থেকেই আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসবাদের উল্লম্ফন ঘটে।২০২৪ সাল ছিল পাকিস্তানের...