সামাজিক যোগিাযোগ মাধ্যম জায়ান্ট মেটার পর এবার মার্কিন সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবহারের জন্য অনুমোদন পেল ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআইয়ের এআই চ্যাটবট গ্রক। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সরকারের ক্রয় শাখা ‘জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন’ বা জিএসএ বলেছে, এক্সএআইয়ের সঙ্গে একটি চুক্তি করেছে তারা। এ চুক্তির মাধ্যমে এক্সএআইয়ের তৈরি গ্রক চ্যাটবট ব্যবহার করতে পারবে সরকারি বিভিন্ন সংস্থা। মেটা ও এক্সএআইয়ের এসব চুক্তি থেকে ইঙ্গিত মেলে, সরকারি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র সরকার। পাশাপাশি দ্রুত বেড়ে ওঠা এ প্রযুক্তি খাতে সরকারি প্রকল্প পাওয়ার জন্য বড় বড় প্রযুক্তি কোম্পানির মধ্যেও প্রতিযোগিতা তীব্র হচ্ছে। আর, এ চুক্তি তারই প্রতিফলন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের সরকারি ক্রয় সংস্থাটি বলেছে, ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে এ চুক্তি। এতে সরকারি বিভিন্ন সংস্থা গ্রক চ্যাটবটকে ব্যবহার...