কাউন্সিলে নির্বাচিত জাতীয় পার্টির ‘বৈধ’ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক বলে মন্তব্য করেছেন দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার সকালে ঢাকার গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জাতীয় পার্টির গঠনতন্ত্র এবং আরপিও অনুযায়ী গত ৯ আগস্ট জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল যথাযথভাবে সম্পন্ন হয়েছে। “কাউন্সিলে আমি সর্বসম্মতিক্রমে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং এ বি এম রুহুল আমিন হাওলাদার মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। কাউন্সিলের পর আমরা কমিটি নির্বাচন কমিশনে জমা দিয়েছি। একই সঙ্গে কাউন্সিলের সকল ডকুমেন্টও জমা দিয়েছি।” আনিসুল ইসলাম মনে করেন, নতুন কমিটি গঠনের পর জি এম কাদের আর কোনোভাবেই জাতীয় পার্টির চেয়ারম্যান পরিচয় দিতে পারেন না। “তাছাড়া লাঙ্গল প্রতীক কোন ব্যক্তির নয়। লাঙ্গল প্রতীক নির্বাচনের কমিশনের নিবন্ধিত ১২ নম্বর জাতীয় পার্টির প্রতীক। তাই আইন ও গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নেতৃত্বই...