এখন শরতকাল। আকাশজুড়ে সাদা মেঘের হাতছানি! খণ্ড খণ্ড মেঘের ভেলায় এক অনাবিল প্রশান্তি! সাদা বকের মেলাও চোখে পড়ে বেশ। ওরা দলবেঁধে উড়ে বেড়ায় নিজের মতো করে। ঐক্যবদ্ধ জীবনের এক নিদর্শন তৈরি করে বকেরা। এখন শরতকাল। আকাশজুড়ে সাদা মেঘের হাতছানি! খণ্ড খণ্ড মেঘের ভেলায় এক অনাবিল প্রশান্তি! সাদা বকের মেলাও চোখে পড়ে বেশ। ওরা দলবেঁধে উড়ে বেড়ায় নিজের মতো করে। ঐক্যবদ্ধ জীবনের এক নিদর্শন তৈরি করে বকেরা। আমাদের এক হয়ে চলতে শেখায়। এক হতে উদ্বুদ্ধ করে সবাইকে। নদীর তীরে কাশবন। কাশফুলের হাসিতে মুখরিত নদীর পাড়। কাশবনে পাখিদের ওড়াউড়ি। ফুলে ফুলে প্রজাপতির নাচানাচি। ফুল পাখিদের কলরব। পাখিদের কলকাকলিতে মুখরিত বন। এ এক মিষ্টি মধুর আবেশ যেন! এক সোনালি স্বপ্ন দুয়ার। ভালোবাসার মেলবন্ধন। পাশে বিল। বিলে কচুরিপানার দল। একঝাঁক কচুরিপানার হাসিতে হৃদয় ভরে...