২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পিএম লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আজ শনিবার তাদের সাবেক প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার বর্ষপূর্তি পালন করছে। ইসরায়েলের হামলায় তার মৃত্যু ছিল সেই যুদ্ধের সূচনা, যা শেষ পর্যন্ত হিজবুল্লাহর শক্তি ভেঙে দেয় এবং লেবাননের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বৈরুতের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর একটি কমপ্লেক্সে ইসরায়েলি ‘বাঙ্কার বাস্টার’ বোমা বর্ষণের ফলে নিহত হন নাসরাল্লাহ। প্রায় তিন দশক ধরে তিনি ছিলেন ইরান-সমর্থিত এই শক্তিশালী শিয়া ধর্মীয়, রাজনৈতিক ও সামরিক সংগঠনের প্রধান। তার মৃত্যু ও পরবর্তী যুদ্ধ হিজবুল্লাহকে বড় ধরনের ধাক্কা দেয়। তার উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনকেও কয়েক সপ্তাহ পর হত্যা করা হয়। একই বছরের ডিসেম্বরেই ক্ষমতাচ্যুত হন হিজবুল্লাহর সিরীয় মিত্র বাশার আল-আসাদ। এখন গোষ্ঠীটির ওপর...