বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছবি তুলতে পোজ দিতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। নিউইয়র্কে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে এ দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।ঘটনাটি গত ২৩ সেপ্টেম্বর। মার্কিন প্রেসিডেন্টের আয়োজনে এ সংবর্ধনায় যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও কূটনীতিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার কন্যা দীনা ইউনূসও।ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া হাসিমুখে অধ্যাপক ইউনূস ও তার কন্যার পাশে দাঁড়িয়ে আছেন। আনুষ্ঠানিক পরিবেশের মধ্যেও ছবিটি যেন ছিল এক উষ্ণ বন্ধুত্বপূর্ণ মুহূর্তের প্রতিফলন।শনিবার বাংলাদেশ সরকারের অফিসিয়াল ফেসবুক পেজ ‘চিফ অ্যাডভাইজার জিওবি’ থেকে ছবিটি পোস্ট করা হয়েছে।উল্লেখ্য, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক পরিসরে ড. ইউনূসের এ উপস্থিতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।...