আসুস বাংলাদেশের আয়োজনে ‘আরওজি আনলিশড’ শীর্ষক ইভেন্টে গত ২১ সেপ্টেম্বর উন্মোচন করা হলো আসুসের নতুন কিছু গেমিং ল্যাপটপ। অনুষ্ঠানে আসুসের নতুন প্রজন্মের আরওজি (রিপাবলিক অফ গেইমারস), টাফ সিরিজ এবং নতুন ‘ভি’ সিরিজের গেমিং ল্যাপটপ প্রদর্শন করা হয়। এই ল্যাপটপগুলোতে আছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। আরওজি সিরিজের ল্যাপটপ: অনুষ্ঠানে তুলে ধরা হয় পাওয়ারফুল আরওজি স্ট্রিক্স স্কার ১৮ ল্যাপটপ, যেটি আরটিএক্স ৫০৯০ জিপিইউ নিয়ে এসেছে। ১৮ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটি পারফরম্যান্সের দিক থেকে ডেস্কটপ মানের। আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫) ল্যাপটপটির দাম ৬ লক্ষ ৪৯ হাজার ৯৯০ টাকা। তাছাড়া হালকা ও স্টাইলিশ ডিজাইনে আরওজি স্ট্রিক্স সিরিজের অন্যান্য ল্যাপটপ ইভেন্টে প্রদর্শন করা হয় যার দাম ২ লাখ ৫০ হাজার টাকা থেকে শুরু। আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬ দুটি ল্যাপটপ এই আয়োজনে...