‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন নিয়ে সুখবর দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, “বর্তমান সময়ে মিলিয়নের বেশি ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন হোস্টেড হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও কিছু মানুষের স্বার্থ রক্ষায় তা সম্ভব হয়নি। দ্রুততম সময়ের মধ্যে এসব ডোমেইন উন্মুক্ত করে দেওয়া হবে।”শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে তিনি এসব কথা বলেন।ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হওয়ার কথা থাকলেও মাত্র ৪৫ হাজারের মতো সাইট হোস্টেড আছে, যার মধ্যে ডট গভ, ডট বাংলা ও ডট বিডি তিন ডোমেইন মিলে ৩৭ হাজার হোস্টিং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের। অর্থাৎ ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের সাফল্য শূন্যের কাছাকাছি। এজন্য আওয়ামী ম্যানেজমেন্ট...