দীর্ঘদিন ধরে জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করে আসছিলেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। তবে এবার সেই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। নির্বাচকের চাকরি ছেড়ে আসন্ন বিসিবি নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। শনিবার (২৭ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নিয়েছেন আব্দুর রাজ্জাক। বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়বেন তিনি। এনসিএল টি-টোয়েন্টি জন্য ছিলেন সিলেটে ছিলেন রাজ্জাক। আজ দুপুররে সিলেট থেকে ঢাকা এসেছেন তিনি। ঢাকায় এসেই বিসিবি ভবনে গিয়ে আলোচনা করেছেন। এরপরই সিদ্ধান্ত নেন নির্বাচকের পদ ছাড়ার। রাজ্জাকের পদত্যাগ পত্র গ্রহণ করেছে বিসিবি। ইতোমধ্যেই তিনি বিসিবি...