জাতীয় দলের নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন আব্দুর রাজ্জাক। আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে শনিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এর আগে সকালে বিসিবিতে পদত্যাগপত্র জমা দেন সাবেক এই স্পিনার। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। গত ৪ বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করে আসছিলেন আব্দুর রাজ্জাক। ক্যাটাগরি 'এ' অর্থাৎ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিসিবির পরিচালক পদে নির্বাচনের মনোনয়ন কিনেছেন রাজ্জাক। এই ক্যাটাগরিতে ভোটার হওয়ার কথা ছিল ৭১ জন। তবে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনো কাউন্সিলর মনোনয়ন না দেওয়ায় এই ক্যাটাগরিতে ভোটার এখন ৭০ জন। এর আগে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়ন পেয়েছিলেন তিনি। আরও পড়ুনআরও পড়ুনসাকিবের মতোই ‘ভুল’ পথে পা বাড়াচ্ছেন তামিম? গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত...