যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তার নিবিড় আলোচনা চলছে। ইসরাইল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসও এসব আলোচনার ব্যাপারে অবহিত রয়েছে বলে জানান তিনি। ট্রাম্পের দাবি, এই আলোচনা যতদিন প্রয়োজন ততদিন চলবে। এই সপ্তাহে একাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘গাজা প্রসঙ্গে আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অত্যন্ত অনুপ্রেরণামূলক ও ফলপ্রসূ আলোচনা করছি বলে জানাতে পেরে আনন্দিত।’ তিনি যোগ করেন, ‘চার দিন ধরে টানা তীব্র আলোচনা চলছে এবং সফল চুক্তি না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। এ অঞ্চলের সব দেশ এতে জড়িত, হামাস আলোচনার বিষয়ে অবগত এবং ইসরাইলকেও সব স্তরে, এমনকি প্রধানমন্ত্রী ‘বিবি’ নেতানিয়াহুকেও জানানো হয়েছে।’ ট্রাম্প বলেন, ‘দশকের...