শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। শনিবার থেকে এ কার্যক্রম বন্ধ থাকবে ৪ অক্টোবর পর্যন্ত। আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে। সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন বলেন, দুই দেশের বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলোর সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি-২ বর্ডার লোকাল ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি সি এন এফ অ্যাসোসিয়েশন এবং ফুলবাড়ি ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের যৌথ সভায় দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ৫ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম চালু করারও সিদ্ধান্ত নেওয়া...