ঢাকা: ইরানের দক্ষিণাঞ্চলে চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে তেহরান ও মস্কো। গতকাল শুক্রবার এ ঘোষণা দেয়া হয়েছে। চুক্তির আওতায় হরমুজগান প্রদেশের সিরিক শহরে ৫০০ হেক্টর জমিতে চারটি নতুন ইউনিট নির্মাণ করা হবে, যা মিলিতভাবে পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।এ সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার সমর্থিত একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে চলেছে, যা ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ছয় মাসের জন্য স্থগিত করার আহ্বান জানায়। সিরিক প্রদেশ সংযুক্ত আরব আমিরাত ও ওমানের নিকটবর্তী এলাকায় অবস্থিত।রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম গত বুধবার মস্কোতে ইরানে ছোট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে একটি সমঝোতা স্মারক সই করার ঘোষণা দিয়েছিল, তবে কেন্দ্রের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।ইরান মাঝে মাঝে বিদ্যুৎ ঘাটতির মুখোমুখি হয়। বর্তমানে দেশটির একমাত্র সক্রিয়...