২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মাসকট উদ্বোধন করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই তিনটি দেশকে প্রতিনিধিত্ব করবে তিনটি প্রাণী-চরিত্রÑ ‘ক্লাচ’, ‘জায়ু’ ও ‘ম্যাপল’। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মাসকট উদ্বোধন করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই তিনটি দেশকে প্রতিনিধিত্ব করবে তিনটি প্রাণী-চরিত্রÑ ‘ক্লাচ’, ‘জায়ু’ ও ‘ম্যাপল’। ফিফার ঘোষণা অনুযায়ী, কানাডার মাসকটের নাম ‘মেপল’, মেক্সিকোর ‘ফ্রিডম’ আর যুক্তরাষ্ট্রের ‘ক্লাচ’। এ তিন চরিত্রকে তৈরি করা হয়েছে বৈচিত্র্য, ঐক্য ও সুন্দর খেলার প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘মেপল, ফ্রিডম আর ক্লাচ আনন্দ, শক্তি আর একসঙ্গে থাকার মানসিকতায় ভরপুর। ঠিক যেমনটা দেখা যায় বিশ্বকাপে। শিশুদের জার্সি থেকে শুরু করে ভিডিও...