ইসরায়েলকে ফুটবল থেকে সাময়িকভাবে বহিষ্কারের আহ্বান জানিয়ে উয়েফার প্রথম সদস্য হিসেবে প্রকাশ্যে অবস্থান নিয়েছে তুরস্ক। গাজায় চলমান পরিস্থিতিকে ‘অমানবিক ও অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে দেশটি। তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানওগলু আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর নেতাদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন। এমন সময় তারা নিজেদের অবস্থান নিচ্ছেন, যখন নাকি ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইসরায়েলকে সাময়িক নিষিদ্ধ করার জন্য ভোটাভুটির প্রস্তুতি নিচ্ছে। আনাদোলু সংবাদ সংস্থা হাজিওসমানওগলুর চিঠির কথা উদ্ধৃত করে লিখেছে, ‘এখনই সময় ফিফা ও উয়েফার পদক্ষেপ নেওয়ার।’ চিঠিতে তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি আরও বলেছেন, ‘নিজেদের নাগরিক মূল্যবোধ ও শান্তির রক্ষক দাবি করলেও খেলাধুলার বিশ্ব ও ফুটবল প্রতিষ্ঠানগুলো অনেক দিন ধরেই নীরব রয়েছে।’ চিঠি দিলেও উয়েফার ২০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটিতে নেই হাজিওসমানওগলু। ভোটাভুটি হলে সংখ্যাগরিষ্ঠ সদস্য ইসরায়েলকে বাদ দেওয়ার...