নিজস্ব প্রতিবেদক : অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার বুক্কারায়সমুদ্রম গ্রামে হৃদয়বিদারক এক দুর্ঘটনায় প্রাণ হারাল মাত্র ১৭ মাস বয়সী এক শিশু। সরকারি আবাসিক বিদ্যালয় আম্বেদকর গুরুকুল স্কুলে রান্নাঘরে ফুটন্ত দুধের পাতিলে পড়ে দগ্ধ হয়ে মারা যায় শিশুটি। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশুটির নাম আক্ষিতা। তার মা কৃষ্ণাবেণী ওই বিদ্যালয়ে একটি বেসরকারি সংস্থার অধীনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। ঘটনার দিন রান্নাঘরে ছাত্রছাত্রীদের জন্য দুধ রান্না শেষে একটি বড় হাঁড়িতে রেখে ঠান্ডা করা হচ্ছিল। সেটি রাখা ছিল রান্নাঘরের ভেতরে, সিলিং ফ্যানের নিচে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কৃষ্ণাবেণী ও তার মেয়ে রান্নাঘরে প্রবেশের কিছু সময় পর বাইরে চলে যান। পরে একা ফিরে আসা আক্ষিতা একটি বিড়ালের পেছনে হাঁটতে হাঁটতে হাঁড়ির কাছে পৌঁছায়। হঠাৎ পা পিছলে গিয়ে সে সরাসরি ফুটন্ত দুধে পড়ে যায়। এতে তার...