ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে ইউরোপীয় দেশগুলো ইসরায়েলকে আত্মহত্যার পথে ঠেলছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানকে ইসরায়েলের গলায় ছুরি ধরার সঙ্গে তুলনা করেছেন তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে আপনারা আসলে ইহুদি হত্যাকে সমর্থন করেছেন। একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাদের গলায় ছুরি ধরে থাকবে তা আমরা কখনও মেনে নেবো না। খবর এএফপির। যদিও সাধারণ পরিষদে তার ভাষণ চলাকালে অধিকাংশ রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের প্রতিনিধি মিলনায়তন থেকে বেরিয়ে গিয়েছিলেন। আরো পড়ুন :গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প ইউরোপীয় নেতাদের উদ্দেশে কটাক্ষ করে নেতানিয়াহু বলেন, নিষ্ঠুর মিডিয়া এবং ইহুদিবিরোধী মবের মুখোমুখি হওয়ার সাহস আপনারা রাখেন না। তাই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে হামাসকে পুরস্কৃত করছেন, আর...