অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে গুগলের ‘সার্কেল টু সার্চ’ ফিচারটি নতুন কিছু নয়। স্ক্রিনে দেখা যাওয়া যে কোনো লেখা বা ছবি ঘিরে দিলে সাঙ্গে সাঙ্গেই সেই বিষয়ে তথ্য হাজির করে দেয় এই ফিচার। অনেকেই এটিকে দৈনন্দিন জীবনযাত্রায় সবচেয়ে কার্যকর সার্চ টুল হিসেবে মনে করেন। তবে এতদিন আইফোন ব্যবহারকারীরা শুধু দেখেই গেছেন। এবার তারাও একই অভিজ্ঞতা নিতে পারবেন। যদিও এটি অ্যান্ড্রয়েডের মতো অপারেটিং সিস্টেমে সরাসরি পাওয়া যাচ্ছে না তবু কিছু সহজ পদ্ধতির মাধ্যমে আইফোনে সার্কেল টু সার্চ ব্যবহার করা সম্ভব বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘মেইকটেকইজিয়ার। অ্যান্ড্রয়েডে সার্কেল টু সার্চ ফোনের সিস্টেমের ভেতরে বিল্ট-ইন ফিচার। ব্যবহারকারীদের আলাদা করে কিছু ইনস্টল করতে হয় না কিন্তু আইফোনে বিষয়টি কিছুটা ভিন্ন। এখানে ব্যবহারকারীদের প্রথমেই গুগল বা ক্রোম অ্যাপ ইনস্টল করতে হবে। এজন্য আইফোনের অ্যাপ স্টোরে গিয়ে...