জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ভাষণকে ‘সস্তা চটক’, ‘একঘেঁয়ে’ ও ‘ঘ্যানঘ্যানে’ বলে তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। তিনি বলেছেন, ইসরায়েলের চলমান সংকট ও গাজা যুদ্ধের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এড়িয়ে গিয়ে নেতানিয়াহু শুধু আত্মপ্রচার আর পুরনো অভিযোগের পুনরাবৃত্তি করেছেন।খবর আনাদলু এজেন্সির। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন নেতানিয়াহু। কিন্তু তিনি মঞ্চে ওঠার পরই উপস্থিত অনেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা মিলনায়তন ছেড়ে চলে যান। ফাঁকা আসনের মধ্যে দেওয়া এই ভাষণে ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে নেতানিয়াহু অভিযোগ তোলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ইউরোপ ইসরায়েলকে ‘আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে’। এমনকি তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে ‘ইসরায়েলের গলায় ছুরি ধরার’ সঙ্গে তুলনা করেন। নেতানিয়াহু উত্তেজিত কণ্ঠে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে আপনারা আসলে ইহুদি...