ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের ফুটবল ক্যারিয়ার যতটা ঝলমলে, বিতর্ক ততটাই ঘিরে থাকে তাকে। সর্বশেষ সমালোচনা এসেছে তারই দেশের এক সাংবাদিকের মুখ থেকে— যেখানে অভিযোগ, হুইস্কি, এনার্জি ড্রিংক আর রাতভর গেম খেলার নেশায় নাকি ডুবে থাকেন নেইমার। তবে এবার চুপ থাকেননি নেইমার। সেই সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন এই ফরোয়ার্ড।৩৩ বছর বয়সী সান্তোস তারকার প্রতিনিধি প্রতিষ্ঠান এনআর স্পোর্টস নেইমারের বিরুদ্ধে আনা সেই অভিযোগগুলোকে বলেছেন ‘বেপরোয়া, মানহানিকর ও মিথ্যা’।ঘটনার সূত্রপাত হয় যখন সাংবাদিক রদলফো গোমেস নিজের ইউটিউব চ্যানেল ফুটেবোটেকো-তে দাবি করেন, ‘নেইমার হুইস্কি আর এনার্জি ড্রিংকে আসক্ত। শীশা খান, আর ভোর চার-পাঁচটার আগে ঘুমাতে যান না।’গোমেস আরও দাবি করেন, নেইমারের এই অভ্যাসের কারণে সান্তোসের অনুশীলন সূচি পর্যন্ত বদলাতে হচ্ছে। এমনকি নতুন কোচ হুয়ান পাবলো ভোজভোদা নাকি ইচ্ছাকৃতভাবে সকালে ট্রেনিং শুরু করতে...