মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমেও প্রায় হারতে বসেছিল সিলেট বিভাগ। তবে শেষ মুহূর্তে টেলএন্ডারদের দুর্দান্ত নৈপুণ্যে নাটকীয় জয় পেয়েছে জাকির হাসানের দল। শনিবার (২৭ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএলের ম্যাচে বরিশালকে ২ উইকেটের ব্যবধানে হারায় সিলেট। ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়েও ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে তারা। ১৮ ওভার শেষে সিলেটের স্কোর ছিল ১১২/৭। শেষ ১২ বলে প্রয়োজন ছিল ৩০ রান। তখন ক্রিজে ছিলেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা। দুজনই ব্যাট হাতে নেমে দলকে জয়ের আশা দেখান। ১৯তম ওভারে রাজা ২টি চার ও খালেদ একটি ছক্কা হাঁকিয়ে তোলেন ২০ রান। শেষ ওভারে দরকার ছিল ১০ রান। রাজা প্রথম বলেই ছক্কা হাঁকান, এরপর সিঙ্গেল নিলে সমীকরণ নেমে আসে সহজ হয়ে। খালেদ...