দুবাইয়ে রোববার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্ব ও সুপার ফোরে দুইবারের দেখায় জয় তুলে নিয়েছিল ভারত।পুরো আসরেই এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি সূর্যকুমার যাদবের দল। সর্বশেষ গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ওভারে গড়ানো ম্যাচ জিতেছে তারা। অন্যদিকে পাকিস্তান ভারতের কাছে দুইবারই হেরে যাওয়ায় বেশ চাপেই আছে। সেই চাপ কাটিয়ে ভারতের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে সালমান আলী আগার দল। শুধু ক্রিকেট নয়, দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনও যেন ছাপ ফেলেছে এই ম্যাচে। টুর্নামেন্টজুড়ে উত্তেজনা ছড়িয়েছে নানা ঘটনার কারণে। প্রথম ম্যাচেই ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ‘হ্যান্ডশেক না করার নীতি’ অনুসরণ করে আলোচনায় আসেন। ম্যাচশেষেও একই কাণ্ড ঘটান তিনি। জবাবে পাকিস্তানি পেসার হারিস রউফ কটূক্তি, ইশারা ও এমনকি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভঙ্গি করেন। আইসিসি সূর্য ও রউফ দুজনকেই...