ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের জাতিসংঘ দূত বারবারা উড। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা বিলম্বিত করার রাশিয়া ও চীনের প্রস্তাব ব্যর্থ হওয়ার পর এ কথা জানানো হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।আরো পড়ুন:ফিলিস্তিনের স্বীকৃতি লজ্জাজনক, গাজায় যুদ্ধ চলবে: নেতানিয়াহুট্রাম্পের সঙ্গে এক ফ্রেমে প্রধান উপদেষ্টা ফিলিস্তিনের স্বীকৃতি লজ্জাজনক, গাজায় যুদ্ধ চলবে: নেতানিয়াহু প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা শক্তিগুলোর নিষেধাজ্ঞা পুনর্বহালের এই সিদ্ধান্ত তেহরানের সঙ্গে উত্তেজনা আরো বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ইরান সতর্ক করে বলেছে, এই পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে এবং পরিস্থিতি আরো তীব্র হতে পারে। ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল বিলম্বিত করার জন্য রাশিয়া ও চীনের প্রচেষ্টা...