প্রতিবারের ন্যায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে মহাষষ্ঠী ও দেবীবোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক পর্ব। আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে এই সূচনা পর্ব। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে প্রাধ্যক্ষের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্গোৎসবের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল। জানা গেছে, ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে ‘মহাসপ্তমী’, ‘মহাঅষ্টমী’ ও ‘মহানবমী’ পূজা শেষে ২ অক্টোবর বৃহস্পতিবার ‘মহাদশমী’ পূজার মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। এরপর সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে। সংবাদ সম্মেলনে প্রাধ্যক্ষ দেবাশীষ পাল জানান, এবারের দুর্গোৎসব বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক চেতনায় এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দিনব্যাপী পূজা চলাকালে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, রক্তদান কর্মসূচি, বস্ত্র বিতরণসহ নানা আয়োজন...