যুক্তরাষ্ট্রে বসবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে ১১টি শহর নিশ্চিত হয়েছে, যেখানে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচ। প্রস্তুত হচ্ছে শহর ও ভেন্যুগুলো। এর আগে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি কোনো শহরকে অনিরাপদ মনে করা হয়, তাহলে সেখান থেকে বিশ্বকাপের ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। বিবিসির প্রতিবেদন অনুসারে ট্রাম্প বলেন, ‘বিশ্বকাপ অবশ্যই নিরাপদ হবে। যদি আমার মনে হয় কোনো শহর নিরাপদ নয়, আমরা সেখানে খেলা হতে দেব না। সেটি অন্য শহরে সরিয়ে নেব।’ ট্রাম্পের কঠোর বার্তা এমন এক সময়ে এলো, যখন টুর্নামেন্ট আয়োজনের মূল দায়িত্ব বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার হাতে। এই পর্যায়ে এসে ভেন্যু পরিবর্তন করা লজিস্টিক বা বাস্তবায়নজনিত চ্যালেঞ্জ তৈরি করবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এবং বিশ্বকাপ টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে তার...