ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা নতুন একটি শর্ট-ফর্ম ভিডিও ফিচার চালু করেছে, যার নাম ‘ভাইবস’। এটি মূলত এআই-জেনারেটেড ভিডিও ফিড, যেখানে ব্যবহারকারীরা চাইলে নতুন ভিডিও তৈরি করতে পারবেন বা বিদ্যমান ভিডিও রিমিক্স করতে পারবেন। প্রাথমিকভাবে ভাইবস পাওয়া যাবে মেটা এআই অ্যাপে এবং মেটাডটএআই ওয়েবসাইটে। ব্যবহারকারীরা চাইলে এসব ভিডিও শুধু ভাইবস ফিডেই নয়, বরং ফেসবুক ও ইনস্টাগ্রাম স্টোরিজ/রিলসেও শেয়ার করতে পারবেন। ব্যবহারকারীরা কোনও ভিডিও বেছে নিয়ে তাতে নতুন ভিজ্যুয়াল, স্টাইল বা মিউজিক যোগ করতে পারবেন। ভিডিওগুলো সরাসরি ফিডে পোস্ট করা যাবে, আবার আলাদা সোশ্যাল প্ল্যাটফর্মেও শেয়ার করা যাবে। মেটা জানিয়েছে, তারা প্রাথমিকভাবে মিডজার্নি ও ব্ল্যাক ফরেস্ট ল্যাবস-এর সঙ্গে পার্টনার করেছে, পাশাপাশি নিজেদের এআই মডেলও উন্নত করছে। ঘোষণার পর থেকেই অনেকে সমালোচনায় মুখর হয়েছেন। টেকক্রাঞ্চের প্রতিবেদনে দেখা গেছে, অনেকেই সোশ্যাল মিডিয়ায়...