ভারতের আশ্রয়ে বসে বাংলাদেশের বিরুদ্ধে জুলাই বিপ্লবের দেশীয় ভিলেন শেখ হাসিনা অনবরত যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, ভারতসহ তাদের ডিপস্টেট শেখ হাসিনাকে সমর্থন করছে।তাদের সমর্থনে ভারত আমাদের স্বাধীনতা, জুলাই বিপ্লব মানতে পারেনি। তাই তাদের যড়যন্ত্র চলমান রয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ (সিএসপিএস) আয়োজিত ‘বাংলাদেশের জুলাই বিপ্লব, আঞ্চলিক সম্পর্ক ও গতিপথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লবের লক্ষ্য ও নির্বাচনের শর্ত হলো—বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট সিস্টেম ফিরে না আসে। এজন্য নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদকে আইনি কাঠামোর মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এটি ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নেই। তিনি...