ভীষণ আত্মকেন্দ্রিক এই সমাজে কেউ যখন নিজের কথা না ভেবে অন্যের জন্য জীবন উৎসর্গ করে তখন এই ঘুণে ধরা সমাজ কি তার মূল্য চুকাবে নাকি ‘আগাছা’ বলে তাকে খারিজ করে দেবে! এই প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে প্লাস মিডিয়ার প্রযোজনা এবং বর্ণনাথের পরিচালনায় নির্মিত নাটক ‘আগাছা’। নাটকে মূল চরিত্রে অভিনয় করছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার ও সামান্তা পারভেজ।একটি সরলরৈখিক এবং ইগোলেস চরিত্রে মাসুদ (শামীম হাসান) নিজেকে উজার করে দিয়েছেন। শামীম তার নিজস্বতাকে ভেঙে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করেছে এই নাটকে। দারুণ এক করুণ ও আবেগময় পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে তিনি নিজেকে আবারও একজন গুণী অভিনেতা হিসেবে প্রমাণ করলেন। সঙ্গে সামান্তাও মোহমুগ্ধ অভিনয়ে নিজেকে তুলে ধরেছেন।আবহমান এই গ্রাম-বাংলার সমাজ বাস্তবতায় মাসুদ একটি ‘আগাছা’, সমাজ এবং পরিবারে যে একটি মূল্যহীন...