ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের (ডব্লিউআরও) এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপেন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিক্ষার্থীরা ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। একই সঙ্গে তারা পেয়েছে দুটি বিশেষ সম্মাননা পুরস্কার। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় তিন দিনব্যাপী এই আয়োজনে গত ২১ সেপ্টেম্বর ফলাফল ঘোষণা করা হয়েছে। অলিম্পিয়াডে ২৫টি দেশের ১৬০টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। অলিম্পিয়াডে ফিউচার ইঞ্জিনিয়ার্স সিনিয়র বিভাগে অংশ নিয়ে দ্বিতীয় হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের আনাস বিন আজিম ও রাজউক উত্তরা মডেল কলেজের সৈয়দ মো. মহিউদ্দিন সামির দল টিম প্লেডিট্রন। এই দল অর্জন করেছে ডিজাইন ইনোভেশন পুরস্কারও। অন্যদিকে ফিউচার ইনোভেটরস সিনিয়র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে স্টার্টআপ আইডিয়া পুরস্কার অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবরার আবির এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আ জ ম ইমতেনান কবিরের দল সাফ এআই। বাংলাদেশ দলের দলনেতা চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির...