চকলেট আর কফির জুটি এমন এক স্বাদ যা সহজেই যে কাউকে মুগ্ধ করে। ভাবুন তো, আপনার বিকেলের কাপে গরম কফি আর তার সঙ্গে থাকল ঘরে তৈরি নরম, স্পঞ্জি চকলেট কফি সুইস রোল! দোকান থেকে কেনা কেকের মতো দেখতে, কিন্তু স্বাদে ও স্বাস্থ্যকর উপাদানে ঘরের আদরে বানানো। ভাবলেই কি মুখে পানি এসে গেল?এই রেসিপিটা শুধু দারুণ স্বাদের নয়, বরং বানানোও অনেক সহজ। বেকিংয়ে একেবারে নতুন হলেও চিন্তার কিছু নেই—ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হয়েছে কীভাবে বানাতে হবে এই দুর্দান্ত সুইস রোল। ঘরোয়া কিছু উপকরণ আর অল্প সময়েই আপনি বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ মিষ্টি আইটেমটি।চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে তৈরি করবেন এই চকলেট কফি সুইস রোল।প্রয়োজনীয় উপকরণস্পঞ্জ কেকের জন্যপ্রতিদিন সকালে ভেজানো কিশমিশ খেলে মিলবে যেসব দারুণ উপকার- ৪টি বড়...