দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় মাদকবিরোধী অভিযানের নামে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা চূড়ান্ত হলে কয়েক সপ্তাহের মধ্যেই এ অভিযান শুরু হতে পারে। এনবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলীয় জলসীমায় মার্কিন বাহিনী অন্তত তিনটি সন্দেহভাজন মাদকবাহী নৌকা ডুবিয়ে দিয়েছে, যাতে কমপক্ষে ১৭ জন নিহত হন। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই আক্রমণগুলোকে শুধু মাদকবিরোধী অভিযান নয়, বরং তাকে ক্ষমতাচ্যুত করার মার্কিন ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন। সূত্র জানায়, সম্ভাব্য হামলার বিকল্প পরিকল্পনার মধ্যে রয়েছে ড্রোন হামলা চালিয়ে ভেনেজুয়েলার মাদক উৎপাদনকেন্দ্রে আঘাত হানা এবং সংশ্লিষ্ট অপরাধী চক্রের সদস্য ও নেতাদের টার্গেট করা। যদিও এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট...