যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে চরম বিব্রতকর এক পরিস্থিতিতে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভাষণ দেওয়ার জন্য তিনি মঞ্চে উঠতেই মিলনায়তন ছেড়ে বেরিয়ে গেছেন উপস্থিত রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের বড় একটি অংশ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ‘নিরব অপমান’ হিসেবে দেখা হচ্ছে বিষয়টিকে। খবর আল জাজিরার। নেতানিয়াহু নিজেও বেশ ক্ষুব্ধ হয়েছেন বিশ্বমঞ্চে এমন অপমানজনক আচরণের শিকার হয়ে। প্রায় ফাঁকা মিলনায়তনেই উত্তেজিত হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী চেঁচিয়ে বলেছেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে আপনারা আসলে ইহুদি হত্যাকে সমর্থন করেছেন। একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাদের গলায় ছুরি ধরে থাকবে— তা আমরা কখনও মেনে নেবো না।’ ইউরোপীয় নেতাদের কটাক্ষ করে তিনি আরও বলেন, নিষ্ঠুর মিডিয়া এবং ইহুদিবিরোধী মবের মুখোমুখি হওয়ার সাহস আপনাদের নেই। তাই ফিলিস্তিনকে...