ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ সকালে এই ঘোষণা দেয় বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)। ফেডারেশনের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি পাঁচটি সিনেমার মধ্যে থেকে ছবিটি নির্বাচন করে। এর আগে এ মাসের শুরুতে ছবির আবেদন আহ্বান করে কমিটি। ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময়ে জমা পড়ে পাঁচটি চলচ্চিত্র—‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। এর মধ্যে বাড়ির নাম শাহানা মুক্তি পায় ১৯ সেপ্টেম্বর। কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ২৪ ও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত স্ক্রিনিংয়ে জমা পড়া চলচ্চিত্রগুলো যাচাই-বাছাই করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সাংবাদিক-সমালোচক সাজ্জাদ শরীফ, চিত্রগ্রাহক রাশেদ জামান, প্রযোজক শাহরিন আক্তার সুমি, পরিচালক শাহীন দিল-রিয়াজ ও চলচ্চিত্র শিক্ষক এস এম ইমরান হোসেন। সত্য...