২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের ন্যায্য অধিকার আদায়ে কাউকেই রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা ক্ষমতায় এলে কারও প্রাপ্য অধিকার আদায়ে এক মিনিটের জন্যও কর্মস্থল ছাড়তে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যা পাওনা, তা তার হাতে পৌঁছে দেওয়া হবে।” শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীতে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বিশ্বাস করি, পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন না চালাতে পারলেও অন্তত উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারব।” তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ক্ষমতায় গেলে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা হবে। “আমাদের বিরুদ্ধে গেলেও...