তাঁবুতে রাত্রিযাপনের ইচ্ছা সোনাদিয়া দ্বীপেই পূরণ হয়েছিল। তবে পাহাড়ের উপর ক্যাম্পিংয়ের ইচ্ছাটা মনের মাঝে ছিল। সময়-সুযোগ মিলতেই ট্যুর গ্রুপের সাথে চলে গেলাম বান্দরবান। এবার পাহাড়ের চূড়ায় হবে তাঁবুবাস; গন্তব্য— মারায়ন তং (মারাইং তং)। আলীকদম পৌঁছে পাহাড় ট্রেকিংয়ের আগে গিয়েছিলাম গুহা দর্শনে। এই সফরে অবশ্য পাহাড়, গুহার পাশাপাশি সমুদ্র ভ্রমণও হয়েছিল। কক্সবাজার সমুদ্রসৈকতে সময় কাটানো ছাড়াও দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে ঘুরে এসেছি। সকালে আলীকদম পৌঁছে নাশতার পর প্রথমে আলীর গুহা ঘুরে আসার সিদ্ধান্ত হলো। অটোরিকশায় চড়ে গেলাম আলীর গুহা, যা আলীর সুড়ঙ্গ নামেও পরিচিত। অটোরিকশা থেকে নামার পরই শুরু হলো পাহাড়ে উঠা। পর্যটন স্পট হিসেবে সরকারি কার্যক্রম থাকলেও তা বেশ পরিত্যক্ত মনে হলো। দেখাশোনায় ছিলেন না কেউ। নিজেদের মতো করে চললাম। দলীয় নির্দেশনা অনুযায়ী গিরিখাদ ধরে হাঁটছি। দুইপাশে উঁচু উঁচু...