আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণ ‘যথেষ্ট শক্তিশালী’ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই যে নির্বাচন হবে, সে বিষয়ে বিএনপি ‘নিশ্চিত’। বাসস লিখেছে, শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয়বারের মত বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে বক্তৃতা করেন নোবেলজয়ী ইউনূস। অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গী হন মির্জা ফখরুল। সেখান থেকে ফিরে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। নজিরবিহীন এক অভ্যুত্থানের মধ্যে দিয়ে নবযাত্রার পর সংস্কারের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের এক বছরের অভিযাত্রার চিত্র বিশ্বসভায় তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে এসে তিনি বললেন, “আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি,...