২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে যে ভাষণ দিয়েছেন, সেটিকে ‘একঘেঁয়ে’, ‘সস্তা চটকদার’ এবং ‘ঘ্যানঘ্যানানি’ বলে কটাক্ষ করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। গাজায় চলমান যুদ্ধ ও জিম্মিদের মুক্তির বিষয়ে কোনো কার্যকর পরিকল্পনা না দেওয়ায় তিনি নেতানিয়াহুর সমালোচনা করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখেন নেতানিয়াহু। তবে তিনি মঞ্চে ওঠার পরই অধিকাংশ রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধি মিলনায়তন ছেড়ে বেরিয়ে যান। এর পরপরই বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন— “আজ বিশ্ব ইসরায়েলের প্রধানমন্ত্রীর ক্লান্ত, একঘেঁয়ে এবং সস্তা চটকে ভরা বক্তব্য দেখল। এক কথায়, পুরো সময় তিনি শুধু ঘ্যানঘ্যান করেছেন।” লাপিদ আরও অভিযোগ করেন, “গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য কিংবা যুদ্ধ...