ইরশাদ হয়েছে, ‘আর কেউ আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে পালনকর্তার নিকট তা তার জন্যে উত্তম’ (সুরা হজ : ৩০)। সুতরাং কাবার ছবি এমন জায়গায় ব্যবহার করা যাবে না, যেখানে কাবার সম্মানহানি হয়।ইয়াহইয়া শহিদ বলেন, ‘যদি জায়নামাজে কাবা, মসজিদে নববী কিংবা বায়তুল মুকাদ্দাসের ছবি আঁকা থাকে এবং নামাজের সময় সে ছবিগুলো মানুষের মনোযোগ ও ভক্তিভাবকে ব্যাহত না করে, তবে সেই জায়নামাজে নামাজ আদায় করা বৈধ। তবে খেয়াল রাখতে হবে, কাবা বা মসজিদে নববীর ছবির ওপর যেন পা না পড়ে, কারণ এতে অবমাননার শঙ্কা থাকে। আর যদি এমন হয় যে ছবিগুলো দেখলে মন বিচলিত হয়, একাগ্রতা ভেঙে যায় কিংবা ভক্তি ও বিনয়ের ঘাটতি দেখা দেয়, তবে এ ধরনের জায়নামাজ ব্যবহার না করাই শ্রেয় (মাকরুহ)। তদুপরি, অমুসলিমরা অনেক সময় মনে করে...