এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে এতদিন যা কেউই করতে পারেননি সেই কাজটিই এবারের আসরে করে দেখালেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে তিনি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইতোমধ্যেই সবার নজর কেড়েছেন এই ওপেনার।শুক্রবার (২৬ সেপ্টম্বর) নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে প্রথম ব্যাটার হিসেবে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই সংস্করণে এর আগে এশিয়া কাপে কেউই এক আসরে ৩০০ রান করতে পারেনি।ফাইনাল ম্যাচ হাতে রেখে অভিষেক এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে করেছেন ৩০৯ রান। ভারতীয় ওপেনারের আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি মোহাম্মদ রিজওয়ানের দখলে ছিলো। ২০২২ সালে ২৮১ রান করেছিলেন এই পাক ব্যাটার। একই আসরে ভারতের বিরাট কোহলি ২৭৬ রান করেছিলেন। এবার তাদের ছাড়িয়ে গেলেন অভিষেক।গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ওমানের...