ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের দেওয়া ‘অনিয়ম’ ও ‘অসঙ্গতির’ অভিযোগ খতিয়ে না দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মিথ্যাচার করেছে বলে জানিয়েছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জবাবের বিরুদ্ধে পাল্টা প্রশ্ন তুলেছে সংগঠনটি। এর আগে গত বুধবার বিভিন্ন প্রার্থীর অভিযোগকে ‘অস্পষ্ট’ ও ‘সুনির্দিষ্ট নয়’ বলে জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগগুলোকে সারবত্তাহীন বলেও উল্লেখ করে প্রশাসন। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ ও ভোটার তালিকা প্রকাশ বিধানে নেই বলেও জানায় প্রশাসন। এসবের বিপরীতে ছাত্রদল বলছে, সুনির্দিষ্ট অভিযোগ দেওয়ার পরও প্রশাসন কেন সেগুলোকে সারবত্তাহীন ও অনির্দিষ্ট বলছে, তা অত্যন্ত অস্পষ্ট। বিশ্ববিদ্যালয় প্রশাসন কালক্ষেপণ করে অভিযোগ এড়িয়ে যাচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী...