ফুটবল দুনিয়ায় এক অনন্য মঞ্চ—ব্যালন ডি’অর। সারা মৌসুমের সেরা পারফরম্যান্সের স্বীকৃতি মেলে এখানে। এবারের আসরে শেষ পর্যন্ত হাসি ফুটে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা উসমান দেম্বেলের মুখে। যদিও ধারণা করা হচ্ছিল দ্বিতীয় স্থানে থাকা বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তবে ফল প্রকাশের পর দেখা গেল ভিন্ন চিত্র।শুক্রবার ফ্রান্স ফুটবল ভোটের চূড়ান্ত ফল প্রকাশ করেছে, যেখানে স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামালকে ৩২১ পয়েন্টে হারিয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতেছেন দেম্বেলে।দেম্বেলের ব্যালন ডি’অর জয়ের পর যা বললেন মেসিদেম্বেলে মোট ১,৩৮০ পয়েন্ট পান, যা দ্বিতীয় স্থান পাওয়া ইয়ামালের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে। এই ব্যবধানই প্রমাণ করে, শিরোপার জন্য লড়াই মূলত তাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তৃতীয় স্থানে ছিলেন দেম্বেলেরই সতীর্থ ভিটিনহা, যার পয়েন্ট দেম্বেলের প্রায় অর্ধেক।চতুর্থ স্থানে থাকা লিভারপুল...