তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান জানিয়েছেন, বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গাজা ও ফিলিস্তিনে যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে তারা একটি সমঝোতায় পৌঁছেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বৈঠকের আলোচনার প্রতিলিপি অনুযায়ী এরদোগান সাংবাদিকদের বলেন, ‘গাজায় হত্যাযজ্ঞ বন্ধের ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমাদের বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।’ আরও পড়ুনআরও পড়ুনট্রাম্প-এরদোগান বৈঠকে আলোচনা হলো যে ৪ বিষয়ে তিনি বলেন, ‘আমরা ব্যাখ্যা করেছি কীভাবে গাজা ও পুরো ফিলিস্তিনে যুদ্ধবিরতি আনা যায় এবং পরবর্তীতে কীভাবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এ নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা বলেছি, দুই-রাষ্ট্র সমাধানই অঞ্চলে স্থায়ী শান্তির ফর্মুলা, বর্তমান পরিস্থিতি আর চলতে...