মালিক শ্রমিক দ্বন্দ্বে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী-নাটোর হয়ে ঢাকা ও চট্টগ্রাম রুটে দূরপাল্লার বেশিরভাগ বাস চলাচল। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই টানা দুদিন বাস বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার (২৭ সেপ্টম্বর) সকালে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাস না পেয়ে যাত্রীরা বিপাকে পড়েছেন। জানা যায়, শ্রমিকরা বাস যত্রতত্র দাঁড় করিয়ে যাত্রী উঠানো ও খোরাকি ভাতা বাড়ানোর অভিযোগ করেছেন মালিকরা। যাত্রীদের অভিযোগ, অগ্রিম টিকিট কাটা থাকলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না, এমনকি কোনো বিকল্প ব্যবস্থাও রাখা হয়নি। ফোন করলেও পরিবহন কর্মকর্তারা সাড়া দিচ্ছেন না। তবে এ রুটে একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবেই চলাচল করছে। সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত...