বরিশাল: বরিশালের বেলস পার্ক গ্রীনসিটি পার্কে প্রবেশকে কেন্দ্র করে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসান ও চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার পাপ্পু আহত হন। এর মধ্যে পাপ্পুর মাথায় গুরুতর আঘাত লাগায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত সাংবাদিক সুমন হাসান জানান, পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে তিনি বেলস পার্ক এলাকায় গিয়েছিলেন। এ সময় মেয়েকে নিয়ে গ্রীনসিটি পার্কে প্রবেশ করতে চাইলে ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি বেল্লাল গাজী বাধা দেন। বেল্লাল দাবি করেন, তার সন্তানরা খেলছিল বলে অন্য কাউকে প্রবেশ করতে দেবেন না। একপর্যায়ে বেল্লালের সহযোগীরা জড়ো হয়ে তাকে ঘিরে ফেলে। তখন তার মেয়ে চিৎকার করলে চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান শাকিল হাওলাদার পাপ্পু এগিয়ে আসেন। পরিচয় দেওয়া...