দক্ষিণ লুজনের বিকল অঞ্চলের সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, প্রবল ক্রান্তীয় ঝড় ‘বুয়ালয়’র আঘাতে দেয়াল ধসে ও গাছ উপড়ে পড়ে তিনজন নিহত হয়েছেন। ঝড়টি ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার বেগে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এক প্রদেশে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি গির্জার ছাদ ঝড়ে উড়ে গেলে অনেক মানুষ বেঞ্চের নিচে আশ্রয় নেন। লুজন দ্বীপের মাসবাতে প্রদেশের এক পৌরসভা প্রকৌশলী জেরোম মার্টিনেজ এএফপিকে বলেন, ‘ভোর প্রায় ৪টার দিকে বাতাসে গির্জার দরজা, জানালা আর ছাদ উড়ে যায়।’ তিনি বলেন, ‘এটা আমার জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে একটি। কিছু শিশু হালকা আঘাত পেয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।’ আরও পড়ুনআরও পড়ুনউদ্বোধনের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে উঁচু সেতু তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আরও মানুষকে সরিয়ে নিতে হবে, কারণ অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে, অনেক ছাদ উড়ে গেছে।...