খাগড়াছড়ির সিঙ্গিনালায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও অপরাপর দোষীদের গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ চলছে। এ সময় একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শহরে মোটরসাইকেল ও টমটম ভাঙচুর করেন অবরোধকারীরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আলুটিলার পূর্ণবাসন এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, পানছড়িতে মরদেহ রেখে চট্টগ্রাম ফেরার পথে ‘সৌদিয়া’ নামের একটি অ্যাম্বুলেন্স আলুটিলা এলাকার পূর্ণবাসন এলাকায় পৌঁছালে অবরোধকারীরা লাঠিসোটা দিয়ে গাড়ির সামনের ও পেছনের কাচ ভাঙচুর করে। বর্তমানে অ্যাম্বুলেন্সটি মাটিরাঙ্গা পৌরসভার সামনে রয়েছে। অ্যাম্বুলেন্সচালক মো. রাসেল হোসেন বলেন, আলুটিলা যাওয়ার সময় হঠাৎ কয়েকজন যুবক এসে কিছু বোঝার আগেই গাড়ির কাচ ভেঙে দেয়। পরে আমি মাটিরাঙ্গা বাজারে গিয়ে আশ্রয় নিই। সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, অ্যাম্বুলেন্সটির সামনের ও পেছনের কাচ ভাঙা হয়েছে। তবে বড়...